• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিব মিথ্যা মামলার আসামি: মুমিনুল


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৬, ২০২৪, ০৪:১১ পিএম
সাকিব মিথ্যা মামলার আসামি: মুমিনুল

ঢাকা: সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।

সাকিব আল হাসানকে থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। 

রোববার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মুমিনুল। সেখানে তিনি লেখেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!'

এমন মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে উল্লেখ করে সাবেক এই টেস্ট অধিনায়ক আরও লেখেন, 'গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।'

সাকিব আগের মতোই ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন জানিয়ে মুমিনুল লেখেন, যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।

এআর

Wordbridge School
Link copied!