• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এ ট্রফি দেশ গড়ার কাজে প্রেরণা দেবে: কোচ মারুফ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৩:০২ পিএম
এ ট্রফি দেশ গড়ার কাজে প্রেরণা দেবে: কোচ মারুফ

ঢাকা: নেপালের বিপক্ষে মগজের মারপ্যাঁচ খেললেন চ্যাম্পিয়ন কোচ মারুফুল হক। তিনি কাল নেপালের মাঠে উচ্ছ্বসিত ছিলেন। খেলা শেষে বলেছেন, নেপালের ফুটবলাররা এই মাঠে জন্মেছে।

এই মাঠে বড় হয়েছে। এখানেই তাদের সবকিছু। ওদের সঙ্গে পেরে উঠতে হলে আমাদেরকে পরিকল্পনা নিয়ে খেলতে হবে। আমরা স্লো শুরু করেছিলাম। পাস অ্যান্ড মুভ, পাস অ্যান্ড মুভ- এভাবেই খেলতে শুরু করি। সিম্পল ফুটবল খেলতে খেলতে আমরা গোল পেয়েছি।

নেপালের সংবাদমাধ্যমের প্রশ্নে কোচ মারুফুল হক জানিয়েছেন বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে মারা যাওয়া সেই বীরদের চ্যাম্পিয়ন উৎসর্গ করেছেন তিনি। যারা শহীদ হয়েছেন তাদের জন্য এই ট্রফি। যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য এই ট্রফি। বন্যায় মানুষের কষ্টের কথা নেপালের সঙ্গে বলেছেন মারুফুল হক। উল্লেখ করেছে, এখন যে নতুন সরকার এসেছে তাদের কথা। 

মারুফুল হক বলেন, নতুন সরকার দেশ পরিচালনা করছে। এই শিরোপা জয় নতুন সরকারের দেশ পরিচালনার কাজে প্রেরণা দেবে। সবার জন্য প্রেরণা হয়ে কাজ করবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সেই খেলায় মিরাজুল ইসলাম গোল করে জার্সি খুলে ছাত্র আন্দোলনে শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে জার্সি খুলে দেখালে সেদিন মারুফুল হকও সমর্থন দিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন হয়েও তাদের সবার কথা স্মরণ করলেন তিনি।

এআর

Wordbridge School
Link copied!