• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছয় মাস ড্রাইভিং নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন তারকা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:১০ পিএম
ছয় মাস ড্রাইভিং নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন তারকা

ঢাকা: ওয়েলসে মোটর আইন ভাঙায় ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা পেয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

চলতি বছরের শুরুতে পোর্শে কেয়েন গাড়ি চালনায় অনিয়মের দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার (১১ সেপ্টেম্বর) সাজা ঘোষণার দিন আদালতে হাজির হননি ২৩ বছর বয়সী ফার্নান্দেজ।

নভেম্বরে লানেলি শহরে লাল বাতি থাকা অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া এবং গত ডিসেম্বরে সোয়ানসিতে দ্রুত গতিতে ফার্নান্দেজের গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। তবে ওই গাড়ির ড্রাইভিং সিটে ফার্নান্দেজ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা জাতীয় দলের এই তারকা ফুটবলার গাড়িটির নিবন্ধিত মালিক। কিন্তু পুলিশের কাজে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। যার জেরে ৪ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে ফার্নান্দেজকে।

এআর

Wordbridge School
Link copied!