• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কথা দিয়ে কথা রাখলেন মিরাজ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৪৮ পিএম
কথা দিয়ে কথা রাখলেন মিরাজ

ঢাকা: পাকিস্তানের মাটিতে সিরিজসেরা হওয়ার পর মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, সিরিজসেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন। ঘোষণা অনুযায়ী গতকাল নিহত সেই রিকশাচালকের পরিবারের কাছে প্রাইজমানির অর্থ তুলে দেন মিরাজ।

মিরাজ আসলে অর্থটা সেই রিকশাচালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন তার মা-বাবার হাত দিয়ে। নিজের ফেসবুক পেজের এক পোস্টে খবরটি দিয়েছেন মিরাজ, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল।

ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম, পাকিস্তান সিরিজের “ম্যান অব দ্য সিরিজ”-এর পুরস্কারের অর্থ তুলে দেব তাদের হাতে।

মিরাজ এরপর তার পোস্টে লিখেছেন, ‘অবশেষে পূরণ হলো সেই লক্ষ্য। গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি আরিয়ান, আরমান ও আমেনার মায়ের হাতে। 

জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’

এআর

Wordbridge School
Link copied!