• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোহলি-সাকিবের খুনসুটিতে মজা পেয়েছেন মালিঙ্গাও


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৭:০৭ পিএম
কোহলি-সাকিবের খুনসুটিতে মজা পেয়েছেন মালিঙ্গাও

ঢাকা: ঘটনা বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বিকেলের। চেন্নাইয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন কোহলি। ১৫তম ওভারে কোহলিকে টানা দুটি ইয়র্কার লেংথে বল করেন সাকিব। ওভার শেষ হওয়ার পর কোহলি নন স্ট্রাইকে দাঁড়িয়ে সাকিবকে জিজ্ঞেস করেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি? ইয়র্কারের পর ইয়র্কার মারছ?’

পুরো ঘটনাটা জানার পর সাবেক শ্রীলঙ্কান পেসারও আর চুপ থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মালিঙ্গা বোঝালেন, ব্যাপারটা বেশ উপভোগই করেছেন তিনি।

২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মালিঙ্গা টানা ইয়র্কারের জন্য পরিচিত ছিলেন। বাঁহাতি স্পিনে সাকিবকে দুই ইয়র্কার করতে দেখে মালিঙ্গার কথাই মনে পড়েছে কোহলির। সাকিব ফিল্ডিংয়ের জায়গায় যাওয়ার পথে কোহলির কথা শুনে হেসে দেন, মাথাও নাড়েন। বোঝাই যাচ্ছিল, সাকিবও মজা পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে সাকিবের উদ্দেশে কোহলিকে একাধিকবার ‘মালিঙ্গা’ বলতে শোনা গেছে। ভারতের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কোহলি শুরুতে সাকিবকে ‘তুমি আমার মাল্লি’ বলে সম্বোধন করেন। সাকিব সম্ভবত কথাটি প্রথমে বুঝতে পারেননি। কৌতূহলের দৃষ্টিতে তাকালে কোহলি তখন মালিঙ্গার প্রসঙ্গ টানেন।

পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা মালিঙ্গার নজরেও এসেছে। শ্রীলঙ্কার পেস কিংবদন্তি ‘ভাইরাল’ ভিডিও রিটুইট করে ক্যাপশনে লিখেছেন ‘নিয়ামাই মাল্লি’। সিংহলিজ ভাষায় ‘নিয়ামাই’ বলতে বোঝানো হয় ‘চমৎকার’, বা ‘দারুণ’। আর ‘মাল্লি’ বলতে বোঝানো হয় ‘ভাই’।

১৪ বছর আগে সর্বশেষ টেস্ট খেলা মালিঙ্গা নামটি যে দুজনের সুবাদে টেস্ট মাঠে উচ্চারিত হয়েছে, তাদের চেন্নাই টেস্ট অবশ্য এখন পর্যন্ত খুব একটা ভালো যায়নি। কোহলি দুই ইনিংসে ব্যাট করে আউট হয়েছেন ৬ ও ১৭ রানে। আর বল হাতে কোনো উইকেট না পাওয়া সাকিব প্রথম ইনিংসে আউট হন ৩২ রানে।

এআর

Wordbridge School
Link copied!