• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বড় হারে এশিয়ান বাছাই শুরু বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৯:২৭ পিএম
বড় হারে এশিয়ান বাছাই শুরু বাংলাদেশের

ঢাকা: সপ্তাহ তিনেক আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সময়ের ব্যবধানে বাংলাদেশের মুদ্রার ওপিঠ দেখল। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

সিনিয়র ফিফা র‍্যাংকিংয়ে সিরিয়ার অবস্থান ৯২ আর বাংলাদেশের ১৮৬। দুই দেশের সিনিয়রদের র‍্যাংকিংয়ের পার্থক্য দুই দেশের ফুটবলের তারতম্য ও বাস্তবতা। বিশ বছর বয়স ভিত্তিক পর্যায়েও সিরিয়া অনেক এগিয়ে। সেটা ভিয়েতনামের মাঠে আবার প্রমাণিত হয়েছে। 

বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। পুরো ম্যাচই প্রাধান্য বিস্তার করে খেলেছে সিরিয়া। দুই অর্ধে দু'টি করে গোল আদায় করেছে সিরিয়া। এই গোলের পেছনে সিরিয়ার ফুটবলারদের অবদান যেমন আছে, তেমনি ব্যর্থতা আছে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকেরও। 

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দশটি গ্রুপ। দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। বড় ব্যবধানে হারায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলা শঙ্কার মধ্যেই পড়ল। সোমবার গুয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচ বাংলাদেশের। গুয়াম আজ প্রথম ম্যাচে ভূটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। 

আগামীকাল সাফ অ-১৭ টুর্নামেন্টে ভূটানে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে মালদ্বীপকে হারাতে হবে বাংলাদেশকে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে। কাল মালদ্বীপের বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় হবে বাংলাদেশের। ড্র করলে আবার গোল ব্যবধানের হিসাব-নিকাশের অপক্ষোয় থাকতে হবে মালদ্বীপ-ভারত ম্যাচ পর্যন্ত।

এআর

Wordbridge School
Link copied!