• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে যা জানাল দ. আফ্রিকা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৯:৪৫ পিএম
বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে যা জানাল দ. আফ্রিকা

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী কোনো হোম সিরিজ খেলেনি বাংলাদেশ। অক্টোবরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। আর এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে দেশটির একটি প্রতিনিধি দল।

রোববার (২৩ সেপেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেছেন তারা। এরপর সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখে প্রতিনিধি দলটি। তাদের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফীস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে, এটা শুধু বোর্ডের থাকে না। সরকার, মানুষ দায়িত্ব নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত দু’দিনের প্রোগ্রামের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বোর্ড-সরকারি এজেন্সির নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো সংশয় থাকবে না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়েছেন। আমি যতটুকু কথা বলে বুঝেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিসিবি, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র‍্যাব, ফায়ার সার্ভিসকে তারা ধন্যবাদ জানিয়েছেন।’

এআর

Wordbridge School
Link copied!