• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৪১ পিএম
ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

ঢাকা: ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন অঘোর মন্ডল। কাজ করেছেন জন্মভূমি, লাল সবুজ, আজকের কাগজ, ভোরের কাগজের মতো পত্রিকায়।

একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

গুণী এই সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএসজেএ পরিবার গভীরভাবে শোকাহত। 

আইএ

Wordbridge School
Link copied!