• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে ফিরছেন সাকিব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৪, ০৭:২৫ পিএম
দেশে ফিরছেন সাকিব

ঢাকা: সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সব সংশয় কেটেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন তিনি। সেই সঙ্গে বিপিএলের ১১তম আসরেও অংশ নেবেন দেশের সেরা এই অলরাউন্ডার।
 
জানা গেছে, এবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন সাকিব। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি তাকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই সাকিবকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে চিটাগাং কিংসের মালিক সাব্বির জানান, তারা সাকিবের খেলার জন্য সব ক্লিয়ারেন্স পেয়েছেন। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছেন। সেই সঙ্গে রংপুরের সাথেও আলোচনা করে কোনো চুক্তিগত জটিলতা নেই সেই বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই তারা সাকিবকে দলে নিয়েছে। তাদের আশা, সাকিবের অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় নিলামে উপস্থিত ছিলেন না, তবে দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে তিনি। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি।

এআর

Wordbridge School
Link copied!