• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২৪, ০৪:২৩ পিএম
প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের জন্য, যারা ফাইনালে খেলার দৌঁড়ে রয়েছে। 

কিন্তু প্রশ্ন হচ্ছে একাদশ কেমন হচ্ছে টাইগারদের। সূত্রের খবর, ওপেনিংয়ে দেখা যাবে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। তিন নম্বরে ব্যাটিং আসবেন বাংলাদেশের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে দেশ সেরা টেস্ট ব্যাটার মুমিনুল হককে।

পাঁচে মুশফিকুর রহিমকে ব্যাটিং করতে দেখা যাবে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেতে পারেন লিটন দাস। ৬ নম্বরে দেখা যেতে পারে তাকে। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন মিরাজ।

যেহেতু ম্যাচটি অনুষ্টিত হবে মিরপুরে তাই একাদশে স্পিনার বেশি থাকবে। আর সাকিব না থাকাতে একজন বাড়তি স্পিনার খেলাতে হবে বাংলাদেশে। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন নাঈম হাসান। মিরাজের সাথে স্পিন বিভাগে থাকবেন তাইজুল ইসলাম।

পেস বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে।

বাংলাদেশের সম্ভাব্য:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়/জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, তাসকিন আহমেদ/নাহিদ রানা, হাসান মাহমুদ।
 
এআর

Wordbridge School
Link copied!