• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আরও ১০ গুণ ভালো করবো, কিন্তু তারা দিতে প্রস্তুত নয়’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৯, ২০২৪, ০৮:১৯ পিএম
‘আরও ১০ গুণ ভালো করবো, কিন্তু তারা দিতে প্রস্তুত নয়’

ঢাকা: সবকিছুই ছিল ভিনিসিয়ুসের পক্ষে। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মর্যাদাপূর্ণ খেতাব জিততে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

তবে সবাইকে চমকে দিয়ে সে পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি পেয়েছেন রদ্রি।

যা রীতিমতো হতাশায় মহাসাগরে ফেলে দিয়েছে ভিনিকে। মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্যালন ডি’অর পাচ্ছেন না জেনে প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যাননি ভিনি। ব্যালন ডি’অর পুরস্কার না জিতে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন মাদ্রিদের এই তারকা। নিজের হতাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন ভিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনি লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে এরচেয়ে ১০ গুণ ভালো পারফরম্যান্স করতে হবে। তারা এটা আমাকে দিতে প্রস্তুতই নয়।’ 

উল্লেখ্য, গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। শিরোপার হিসেবে জিতেছেন- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলের হয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো। এই অবস্থায় ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্স আমলে নিয়ে রদ্রিকেই ব্যালন ডি’অর দিয়েছে কর্তৃপক্ষ।

এআর

Wordbridge School
Link copied!