• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফলোঅনে পড়ার পর আবারো ব্যাটিং ধস টাইগারদের 


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩১, ২০২৪, ০৩:২৯ পিএম
ফলোঅনে পড়ার পর আবারো ব্যাটিং ধস টাইগারদের 

ঢাকা: প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা। ১৫৯ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বেহাল দশা টাইগারদের। দলীয় ফিফটির আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও জেগেছে।

এখনও পর্যন্ত ২১ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে বাংলাদেশ। এখনো ইনিংস ও ৩৪৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।  ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরো একবার ব্যর্থ বাংলাশি টপ অর্ডার। 

উদ্বোধনী জুটিতে দুই ওপেনার যোগ করতে পেরেছেন মাত্র ১৫ রান। রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার ফিরেছেন ৬ রান করে। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। ৩১ বলে ১১ রানের বেশি করতে পারেননি তিনি। 

প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা মুমিনুল হক এবার ডাক খেয়েছেন। দ্রুত ফিরেছেন জাকির হাসানও। এই টপ অর্ডার ব্যাটার দ্বিতীয় সেশনের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন। 

চা বিরতি থেকে ফিরেও একই ধারা অব্যাহত আছে টাইগারদের ব্যাটিংয়ে। ৪৩ রানে চার উইকেট হারানোর পর উইকেটে আসা মুশফিকুর রহিমের থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা ছিল দলের। তবে মুশফিকও পারলেন না। ২ রান করে এই ব্যাটার ফিরলে ৪৭ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।

এআর
 

Wordbridge School
Link copied!