• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে তামিমের অনুশীলন, দলে ফেরার ইঙ্গিত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০২৪, ০৫:০০ পিএম
মিরপুরে তামিমের অনুশীলন, দলে ফেরার ইঙ্গিত

ঢাকা: গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলে হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়লে আর দলে ফেরা হয়নি এই দেশসেরা ওপেনারের। তবে গুঞ্জন উঠেছে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি।

এর মধ্যেই রোববার (৩ নভেম্বর) মিরপুর অনুশীলন শুরু করেছেন তামিম। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।

মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামকেও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল।

এদিকে জাতীয় ক্রিকেট লিগ চললেও সেখানে খেলছেন না তামিম। বিপিএল শুরু হতে এখনও প্রায় ২ মাস। তার আগেই তামিমের অনুশীলনে ফেরাতে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রিকেট ভক্তরা। অনেকের ধারণা জাতীয় দলে ফিরতেই অনুশীলন শুরু করেছেন এই ক্রিকেটার।

আগামী ৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর‌ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সেখানে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন তামিম।

এআর

Wordbridge School
Link copied!