ঢাকা: নিজের ভুবনটা ফুটবলময় হলেও বিভিন্ন সময় অন্য খেলার ইভেন্টগুলোয়ও হাজির হতে দেখা যায় নেইমারকে। মাঝে চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়ও গ্যালারিতে বসে বিভিন্ন খেলা উপভোগ করতে দেখা গেছে তাকে। এবার অবসর সময় পেয়ে নেইমার ছুটে গেছেন টেনিস উপভোগ করতে।
সৌদি আরবে ডব্লুটিএ ফাইনালের গ্রুপ পর্বে গতকাল মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা এবং কিনওয়েন জেং। চীনা প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে ৬-৩ ও ৬-৪ গেমে জিতেছেন সাবালেঙ্কা।
আর সাবালেঙ্কার এই জয় মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছেন নেইমার। খেলা দেখতে গিয়ে সাবালেঙ্কার সঙ্গে দেখা করে ছবিও তুলেছেন নেইমার এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে সাবালেঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘আমরা টেনিসের রানির খেলা দেখতে গিয়েছিলাম।’ আরেকটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রানি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
সাবালেঙ্কার প্রশংসা করার পাশাপাশি নেইমারকে এ সময় ব্রাজিলিয়ান টেনিস তারকা লুসিয়া স্টেফানির হাতে আল হিলালের জার্সি তুলে দিতে দেখা যায়। এ ছাড়া জাসমিন পাওলিনি এবং ইয়েলেনা রিবাকিনার মধ্যকার ম্যাচে টস করতে দেখা যায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এ সময় দুজনের মাঝে দাঁড়িয়ে ছবিও তুলেছেন নেইমার।
নেইমারের টেনিস প্রেম অবশ্য নতুন নয়। এর আগে গত মাসে রিয়াদে কার্লোস আলকারাজের প্রদর্শনী ম্যাচ দেখতে হাজির হতে দেখা গিয়েছিল তাকে। ম্যাচের পর আলকারাজের সঙ্গে দেখাও করেছিলেন নেইমার। এ ছাড়া গত মাসে তাকে আড্ডা দিতে দেখা গেছে টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের সঙ্গেও।
এআর