• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরেকটি শিরোপা জেতা হলো না মেসির


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৪, ১১:০৪ এএম
আরেকটি শিরোপা জেতা হলো না মেসির

ঢাকা : ইন্টার মায়ামির জার্সিতে আরেকটি শিরোপা জেতা হলো না আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির। রবিবার ভোরে আটলান্টার কাছে মায়ামি ৩-২ গোলে হেরেছে। তিন ম্যাচ সিরিজে আটলান্টা ২-১ গোলে জেতায় এমএলএস কাপ থেকে বিদায় ঘটেছে মায়ামির।

অন্যদিকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আটলান্টা।

নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি।কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ থেকে ২১—৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। ২৭ মিনিটে দিয়েগো গোমেজ বল জালে পাঠালেও ভিএআর যাচাইয়ের অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এতে ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় মায়ামিকে।

দ্বিতীয়ার্ধে তিনজনকে বদলি নামান মায়ামি কোচ জেরার্ড মার্তিনো। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। স্কোরলাইনে সমতায় আসার পর সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজান। ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। ৭৬ মিনিটে বারতোজ সিলৎস জয়সূচক গোলটি করেন। বিদায় নেয় মায়ামি।

এমটিআই

Wordbridge School
Link copied!