ঢাকা: চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। ক্লাব ফুটবলের ঠাসা সূচির মাঝেই দুই সপ্তাহের জন্য হাজির হচ্ছে ফিফা উইন্ডো।
একাধিক সূচিতে যেখানে নিজ দেশের হয়ে খেলবেন ফুটবলাররা। অক্টোবরের সূচিতে কোনো ম্যাচ না খেললেও নভেম্বরের এই সূচিতে থাকবে বাংলাদেশও। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যারবেরার শিষ্যরা।
আগামীকাল ১৩ তারিখ ও আগামী ১৬ তারিখ কিংস অ্যারেনায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। দুই ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই উইন্ডোতে চলতি বছরে শেষবার মাঠে দেখা যাবে দুই হেভিওয়েট ব্রাজিল ও আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি হবে এই দুই দল। সেইসঙ্গে উয়েফা নেশন্স লিগেও আছে একাধিক বড় ম্যাচ।
বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে। আর বছরের শেষ ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
নভেম্বরের সূচিতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে ইতালি। উয়েফা নেশন্স লিগের ম্যাচে তাদের আছে দুই ম্যাচ। যেখানে প্রথমে খেলতে হবে বেলজিয়ামের বিপক্ষে। পরের প্রতিপক্ষ ফ্রান্স। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের খেলা আছে ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের বিপক্ষে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনেও দুই ম্যাচ। এক ম্যাচে প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে খেলতে হবে পোল্যান্ডের বিপক্ষে। অবশ্য জার্মানি এই সূচিতে পাচ্ছে সহজ এক ম্যাচ। প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনা আর পরের ম্যাচে তারা খেলবে হাঙ্গেরির বিপক্ষে
এআর