• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বার্সেলোনার দাপট দেখে মুগ্ধ, গর্বিত মেসি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৩, ২০২৪, ১২:১০ পিএম
বার্সেলোনার দাপট দেখে মুগ্ধ, গর্বিত মেসি

ঢাকা : গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ছুটছে বার্সেলোনা, যার কারিগর বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক। গত মৌসুমে বাজে ফুটবল খেলে কোনো ট্রফি জিততে না পারায় তখনকার কোচ জাভি হার্নান্দেজকে ছাঁটাই করা হয়েছিল। এরপর ফ্লিকের ছোঁয়ায় বদলে যায় বার্সেলোনা। সাবেক ক্লাবের এই অগ্রযাত্রায় গর্ববোধ করছেন লিওনেল মেসি। প্রকাশ করেছেন উচ্ছাস।

ফ্লিকের কোচিংয়ে এবারের লা লিগায় ১৩ ম্যাচ খেলে বার্সেলোনা হেরেছে মাত্র দুটি। বাকি ১১টিই তারা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে হার দিয়ে শুরু করলেও, জিতেছে পরের তিনটিতেই। দুই টুর্নামেন্টেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে বার্সেলোনা। বার্সেলোনার জার্সিতে এমন কোনো শিরোপা নেই, যা জেতেননি মেসি। বার্সেলোনা মূল দলের হয়ে রেকর্ড ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড ৬৭২টি গোল করেছেন।

‘টিভি থ্রি’-কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্লাব নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘বার্সেলোনা একাডেমির খেলোয়াড়েরা যেভাবে ক্লাবের প্রতিনিধিত্ব (একডেমির খেলোয়াড়দের মূল দলে জায়গা করে নেওয়া) করছে, তা দেখে আমি ভীষণ গর্বিত। বার্সেলোনার দলটি দুর্দান্ত, যদিও আমি একটুও অবাক হইনি। এটা নতুন কিছু নয়, সবসময়ই এমনটাই দেখা যায়, কিংবা বলা যায় ১৩ বছর বয়সে আমি সেখানে যাওয়ার পর থেকে।’

গত মাসের ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে তাদেরকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা এবং ওই ম্যাচে লামিনে ইয়ামাল-গাভিসহ দলটিতে ছিলেন তাদের একডেমির ৮ খেলোয়াড়। মেসি নিজেও ছিলেন বার্সেলোনা একডেমির খেলোয়াড়। ২০২১ সালে চোখের জলে তিনি বার্সাকে বিদায় জানান। যোগ দেন পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে খুব খারাপ সময় কেটেছে বর্তমান ইন্টার মিয়ামি তারকার।

বার্সেলোনার একাডেমি নিয়ে ৮ বারের ব্যালন ডি’অরজয়ী আরও বলেন, ‘গত দুই বছর ধরে এই ছোট ছেলেগুলো নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারলে ভালো পারফর্মেন্স করবে। কারণ অন্য যে কারো চেয়ে তারা এই ক্লাবকে ভালো জানে। ছোটবেলা থেকেই তারা এভাবে খেলে অভ্যস্ত। তাদেরকে সুযোগ দিলে তারা এভাবেই প্রতিদান দেবে, আমাদের সময়ও এমনটা হয়েছে।’

এমটিআই

Wordbridge School
Link copied!