• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

মেসিকে নিয়ে কী ভাবছে ইন্টার মায়ামি?


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ১২:১৬ পিএম
মেসিকে নিয়ে কী ভাবছে ইন্টার মায়ামি?

ঢাকা: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকার আগমন যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য ছিল বড় এক ঘটনা। তাকে কেন্দ্র করে জনপ্রিয়তা পায় দেশটির ফুটবল। অর্থনৈতিকভাবেও ফুলেফেঁপে ওঠে। তাই লিওনেল মেসিকে এত সহজে হারাতে চায় না ইন্টার মায়ামি। ইতোমধ্যেই শুরু হয়েছে চুক্তি নবায়নের তোড়জোড়।

ফরাসি ক্লাব পিএসজি থেকে ২০২৩ সালের জুনে মায়ামিতে পাড়ি জমিয়েছিলেন মেসি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে আড়াই বছরের। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষে মেসির মায়ামি অধ্যায়ের ইতি ঘটবে। তার মানে আগামী বছরটাই হতে যাচ্ছে মায়ামিতে মেসির শেষ বছর। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের জন্য দর–কষাকষি করছে মায়ামি।

এএস দাবি করেছে, চুক্তির বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকলেও যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি। তাছাড়া বিশ্বকাপ একটা বড় বিষয়। এখনো বিশ্বকাপে খেলার সম্ভাবনা একবারও উড়িয়ে দেননি মেসি। তাই মায়ামিতে থাকা তার এবং তার আর্জেন্টিনার জন্য বাড়তি সুবিধাই হবে।

সম্প্রতি মায়ামির কোচ হিসেবে যোগ দিয়েছেন হাভিয়ের মাচেরানো। অনেকেই মনে করছেন, মেসিই তার সাবেক জাতীয় দলের সতীর্থকে কোচ হিসেবে এনেছেন। তাই, মেসি চুক্তিবৃদ্ধিতে রাজি হতে পারেন বলে ধারণা অনেকের। তাছাড়া ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। যেখানে মেসিকে চান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিসহ দলের খেলোয়াড়েরা। তাই মেসি ২০২৬ পর্যন্ত মায়ামিতে থেকে যেতেও পারেন।

এসএস

Wordbridge School
Link copied!