• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

আরেকটি চাওয়া পূরণ হলো না সাকিবের  


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৩ পিএম
আরেকটি চাওয়া পূরণ হলো না সাকিবের  

ঢাকা: একের পর এক ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে সাকিবের। ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলেই টেস্টকে বিদায় জানাবেন।

কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই ইচ্ছে পূরণ হয়নি। এখন এই অলরাউন্ডারের ভবিষ্যৎ ক্যারিয়ার কী হবে, তা নিয়ে রয়েছে নানা শঙ্কা। 

একটি জাতীয় দৈনিকের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। মূলত তিনি চেয়েছিলেন, তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়।  

এছাড়া তার দেশে-আসা যাওয়া যেন অবাধ হয়। কিন্তু তার এমন চাওয়া পূরণ করতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ওই সামর্থ্যও নেই। এজন্য সাকিব থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে।  

এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক জানিয়েছেন, ‘আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।’

এআর

Wordbridge School
Link copied!