• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমন আরও অর্জন হবে সামনে : তাসকিন


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:২১ পিএম
এমন আরও অর্জন হবে সামনে : তাসকিন

ঢাকা : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে ৬ উইকেট শিকারের কীর্তি গড়েন তাসকিন আহমেদ। কঠোর পরিশ্রম করে টেস্ট ক্রিকেটে ফেরার পর ক্যারিয়ারে প্রথমবারের মতো এই কৃতিত্ব দেখান তিনি। ওই ম্যাচে ৮ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই ডানহাতি পেসার। 

এবার জ্যামাইকায় বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের ম্যাচটিতেও বোলিংয়ে জ্বলে উঠেন তাসকিন। এই ম্যাচে তিন উইকেট শিকার করেন তিনি। ফলে সিরিজ সেরার পুরস্কারটি উঠেছে তার হাতেই। সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। এতে খুবই খুশি সিরিজ সেরার পুরস্কার পাওয়া তাসকিন। 

তিনি বলেন, ‘এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে আমরা মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’ 

তিনি আরো বলেন, ‘দুটি ম্যাচেই আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আল্লাহতায়ালা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অব দ্য সিরিজ হিসেবে।’

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে থেকেই চোট তার নিত্য সঙ্গী। অনেকবার পুনবার্সনের কষ্টদায়ক ও ক্লান্তিকর প্রক্রিয়ায় তাকে যেতে হয়েছে। সবশেষ এই কাঁধের চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতেও অনেক ঘাম ঝরাতে হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পাওয়া তাসকিন জানালেন, সামনে আরো দারুণ কিছু করতে চান তিনি। 

তাসকিন বলেন, ‘আশা করি, মেনি মোর টু কাম। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। আশা করছি, এমন আরও অর্জন হবে সামনে।’ 

তিনি আরো বলেন, ‘আমি খুবই খুশি। যদিও কাজটা সহজ ছিল না। কাঁধের অবস্থা বাজে ছিল। এখন টেস্ট ক্রিকেটে ফিরে আসছি। অনেক কষ্ট করতে হয়েছে। সেটি এখন ফলপ্রসূ হতে শুরু করেছে। আশা করি, মেনি মোর টু কাম।’ 

জেডেন সিলসের সঙ্গে যৌথ ভাবে সিরিজ সেরা হয়েছেন তাসকিন। তবে একটি ট্রফি তো আর দুজনকে ভাগ করে দেওয়া যায় না! জেডেন সিলস সৌজন্য দেখিয়ে তাসকিন আহমেদকে বললেন ট্রফি রেখে দিতে। বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাতে বেজায় খুশি। মুখ থেকে হাসি সরছিলই না তার। ট্রফিকে নিজে বারবার দেখছিলেন, উঁচিয়ে ধরে দেখাচ্ছিলেন। তার চোখ-মুখ, শরীরী ভাষায় ছড়িয়ে পড়ছিল উচ্ছ্বাস।

এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আগে দুই দফায় সিরিজসেরা হয়েছেন তিনি। ওয়ানডেতেও হয়েছেন একবার। এবার টেস্ট সিরিজেও সেরা হলেন তাসকিন। এই আনন্দ তো বাড়তি রোমাঞ্চ ছড়াবেই।

এমটিআই

Wordbridge School
Link copied!