• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুবাদের নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি-মুশফিকরা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:৫১ পিএম
যুবাদের নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি-মুশফিকরা

ঢাকা: ভারতের বিপক্ষে যে কোনো ফরম্যাটের ম্যাচই অন্যরকম এক উপলক্ষ এনে দেয়। আর ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদের কোনো সীমা থাকে না। দুবাইয়ে আজ এমনি আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ।

গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে।

টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।

টাইগার যুবাদের এই জয়ে উচ্ছ্বসিত সিনিয়র ক্রিকেটাররা। টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ায় তামিমদের প্রশংসায় ভাসিয়েছেন মাশারাফি-মুশফিকরা।

মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, অভিনন্দন যুবারা...
তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...

মুশফিক বলেছেন, আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন! চমৎকার কাজ ছেলেরা। মাশাল্লাহ।

তাসকিন লিখেছেন, আলহামদুলিল্লাহ! বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত! ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে অনেক অভিনন্দন!

মেহেদী মিরাজ বলেছেন, টানা ২য় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়!  অভিনন্দন তরুণ টাইগারদের।

এআর

Wordbridge School
Link copied!