• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারলো না বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৫২ এএম
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারলো না বাংলাদেশ

ঢাকা : বাংলাদেশ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরুটা হলো পরাজয় দিয়ে। তার কারণ, এটা সেই ওয়েস্ট ইন্ডিজ দল নয়, এটা সম্প্রতি ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করা দল। 

তারপরও বলতে হবে বিগ স্কোরিং ও হাড্ডাহাড্ডি লড়াই করেই বাংলাদেশ ৫ উইকেটে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ সহজ করেন রাদারফোর্ড এক দারুণ সেঞ্চুরির সাহায্যে।

রোববার রাতে সেন্ট কিটসের বাসেত্রে ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান করেছে। জবাবে ১৪ বল বাকি থাকতেই ক্যারিবিয়ানরা ৪৭.৪ ওভারে ৫ উইকেটে ২৯৫ রান করে।

বাংলাদেশের ইনিংসে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৭৪, তানজিদ হাসান তামিম ৬০, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৫০ (৩টি করে চার ও ছক্কায়) , জাকের আলি ৪৮, আফিফ হোসেন ২৮, সৌম্য সরকার ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড ৩টি এবং আলজারি জোসেফ ২টি উইকেট লাভ করেন।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে রাদারফোর্ড ১১৩, অধিনায়ক শাই হোপ ৮৬, গ্রেভস অপরাজিত ৪১ রান করেন। রাদারফোর্ড ৮০ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় এই স্কোর করে ম্যাচসেরা হন। 

বাংলাদেশের তানজিম সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসেন, মিরাজ ও সৌম্য ১টি করে উইকেট পান। 

মঙ্গলবার রাতে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম‍্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ১০-১-৬৭-২, সিলস ১০-০-৬৩-১, শেফার্ড ১০-১-৫১-৩, গ্রেভস ৭-০-৫০-০, চেইস ৩-০-১৬-০, মোটি ১০-০-৪২-০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (কিং ৯, লুইস ১৬, কার্টি ২১, হোপ ৮৬, রাদারফোর্ড ১১৩, গ্রেভস ৪১*, চেইস ২*; তাসকিন ৯-১-৫৩-০, তানজিম ১০-১-৫৫-১, নাহিদ ৮.৪-০-৫০-১, রিশাদ ৯-০-৪৯-১, মিরাজ ৯-০-৬২-১, সৌম‍্য ২-০-২৪-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: শেরফেনি রাদারফোর্ড।

এমটিআই

Wordbridge School
Link copied!