• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোচ নিয়ে পাকিস্তানের তামাশা চলছেই, পদ ছাড়লেন গিলেস্পিও


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২৪, ১০:৫১ এএম
কোচ নিয়ে পাকিস্তানের তামাশা চলছেই, পদ ছাড়লেন গিলেস্পিও

ঢাকা: গত এক বছর কোচ নিয়ে পাকিস্তানের তামাশা চলছেই। সাদা বলের কোচের পদ থেকে গ্যারি কারস্টেনের পদত্যাগের এক মাস পেরোতে না পেরোতেই টেস্ট কোচের পদ ছাড়লেন জেসন গিলেস্পিও। 

দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের এপ্রিলেই পিসিবি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে ২ বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছিল। আট মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পর গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে সীমিত ওভারের দলের কোচও করা হয়েছিল। তবে তারপরেই বিতর্ক শুরু হয়েছিল।

নানা রিপোর্ট থেকে জানা গেছে, গিলেস্পিকে দিয়ে এক বেতনে দুটো কাজ করাতে চাইছিল পিসিবি। এরপরেই তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার পাকিস্তান দলের সঙ্গে সম্পর্ক শেষ করেন গিলেস্পি।

এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে বড় পদক্ষেপ নিতে হলো পিসিবিকে। গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন লাল বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। 

লাল বলের প্রধান কোচ হিসেবে আকিবের প্রথম অ্যাসাইনমেন্ট হবে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে পাকিস্তান দল প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

এআর

Wordbridge School
Link copied!