• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবির বোর্ড সভা আজ, আলোচনায় যা থাকছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৪, ০১:৩৩ পিএম
বিসিবির বোর্ড সভা আজ, আলোচনায় যা থাকছে

ঢাকা : দরজায় কড়া নাড়ছে বিপিএল। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর। এর আগে জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে বিসিবির বর্তমান কমিটির ১৬তম মিটিং।

জানা গেছে, এই সভায় আলোচনার মূল বিষয়বস্তু বিপিএল। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়েও আলোচনায় হওয়ার কথা রয়েছে। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে।

এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন হতে পারে এবং রদবদলও আসতে পারে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হতে পারে পর্যালোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে হতে পারে চূড়ান্তও।

আলোচনা হতে পারে অধিনায়কত্ব ইস্যু নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ অধিনায়কত্ব করে নজর কেড়েছেন লিটন। বোর্ড চাইলে লম্বা সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে প্রস্তুত তিনি।

সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধেই উঠতে পারে গুরুদায়িত্ব। সবশেষ বিসিবির বোর্ড মিটিং হয় ৩০ অক্টোবর। সেবার পাপনদের পরিচালকপদ বাতিলসহ, সংবিধান সংশোধনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কি কি সিদ্ধান্ত আসে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এমটিআই

Wordbridge School
Link copied!