• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাঠ থেকে হাসপাতালে বুমরাহ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৪, ২০২৫, ১১:০১ এএম
মাঠ থেকে হাসপাতালে বুমরাহ

ঢাকা: বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার আতঙ্কের নাম জসপ্রিত বুমরাহ। এক সিরিজেই অজিদের বেশিরভাগ উইকেটই শিকার করেছেন এই পেসার। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো বড় নামগুলো হিমশিম খাচ্ছিল তাকে সামলাতে।

দুর্দান্ত বুমরাহকে থামানোর একমাত্র উপায় হয়তো চোট। এবং, শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরাহ পড়লেন চোটে। মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও! যদিও তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।

সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেছিলেন বুমরাহ। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন!

বুমরাহর না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরাহ মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়াহ এমনও বলেছেন যে, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’

যদিও ওয়াহর কথা সত্যি হয়নি। বুমরাহ সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরাহ বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ।

মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন।  

এআর

Wordbridge School
Link copied!