• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চতুর্থ জয়ে চারে বসুন্ধরা কিংস, উড়ছে মোহামেডান


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২৫, ০৮:২৮ পিএম
চতুর্থ জয়ে চারে বসুন্ধরা কিংস, উড়ছে মোহামেডান

ঢাকা: প্রথম পাঁচ রাউন্ডেই ৮ পয়েন্ট হারিয়ে বসেছিল বসুন্ধরা কিংস। মোহামেডান ও আবাহনীর কাছে হারের পর টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে ব্রাদার্সের কাছে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুক্রবার ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে নবাগত ইয়ংমেন্স ক্লাবকে।

আগের ম্যাচে পুলিশের বিপক্ষে বড় জয়ের পর এই ৩ পয়েন্ট চ্যাম্পিয়নদের তুলেছে টেবিলের চতুর্থ স্থানে। তবে ১৩ পয়েন্ট নিয়ে তাদের এ অবস্থানে থাকাও অনিশ্চিত। শনিবার আবাহনী জিতলে আবার পাঁচে নেমে যেতে হবে তপু-রাকিবদের।

সময়টা ভালো যাচ্ছে না কিংসের। এমন কি ঘরের মাঠেও নয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলেছিল সমর্থকদের। তবে শুরুতে পিছিয়ে পড়া কিংস ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে ৪-১ ব্যবধানে।

এদিকে তিনদিন আগে আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে মোহামেডান। সাদা-কালোদের এই বিদায়ের পথটা তৈরি হয়েছিল প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে। সেই রহমতগঞ্জের বিপক্ষে আলফাজ আহমেদের দল প্রতিশোধ নিয়েছে লিগ ম্যাচ জিতে।

শুক্রবার মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় পেয়েছে এখনো পেশাদার লিগের শিরোপা জিততে না পারা দলটি।

মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ হারিয়েছিল বসুন্ধরা কিংসের কাছে ঘটনাবহুল ম্যাচে। ফেডারেশন কাপ থেকেও বিদায় নিয়েছে গতবারের রানার্সআপ দলটি। এখন মতিঝিল পাড়ার ক্লাবটির সব মনোযোগ প্রিমিয়ার লিগে। সেই রাস্তায় দুর্দান্তভাবেই এগিয়ে যাচ্ছে তারা। এক কথায় উড়ছে মোহামেডান।

৯ ম্যাচের প্রথম লেগের ৭টিতেই জিতলো মোহামেডান। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। বাকি দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই এককভাবে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করতে পারবে। 

এ ম্যাচ জিতলে মোহামেডানকে ছুঁতে পারতো রহমতগঞ্জ। তবে এ মৌসুমে ভালো ফুটবল উপহার দেওয়া কামাল বাবুর দলটির বিপক্ষে প্রাধান্য নিয়ে খেলেই মোহামেডানের সপ্তম জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এআর

Wordbridge School
Link copied!