• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তামিমকে নিয়ে মুশফিক-মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০২৫, ১০:২২ এএম
তামিমকে নিয়ে মুশফিক-মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা

ঢাকা: গতকাল ফেইসবুকে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের অবসরের ঘোষণার কিছুক্ষণ পরই বন্ধুকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম। 

তামিমের সঙ্গে স্মৃতিচারণ ও দেশের ক্রিকেটের প্রতি তামিমের ত্যাগ-তিতিক্ষাকে তুলে ধরেছেন অভিজ্ঞ এ ব্যাটার।

মুশফিক লেখেন, ‘তামিম তোমার অবসরে আমি প্রকাশ করতে চাই যে, তুমি যা অর্জন করেছো, তার জন্য আমি কতটা গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।’

২০১৮ সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ফ্রাকশ্চার নিয়ে খেলতে নেমে কোটি ভক্তের হৃদয় জিতেছিলেন তামিম। ওই ম্যাচে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমানের বলে আঙুলে মারাত্মক চোট পান তিনি। 

মাঠ থেকে সরাসরি চলে যান হাসপাতালে। দুই ঘণ্টা যাবৎ তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছিলেন তার এশিয়া কাপ শেষ। অর্থাৎ কয়েক সপ্তাহের ইনুজরিতে ছিটকে গেছেন তামিম।

অথচ সেই তামিম বাংলাদেশের নবম উইকেটের পতনের ফের ব্যাট হাতে মাঠে আসেন। এক হাতে ব্যাটিং করেন। শেষ উইকেটে মুশফিকের সঙ্গে জুটি করে ৩২ রান তোলেন। যদিও তামিমের ব্যাট থেকে কোনো রান আসেনি। তিনি শুধুু বল মোকাবেলা করে মুশফিককে খেলার সুযোগ করে দিয়েছিলেন। ওই ম্যাচে ১৫০ বলে ১৪৪ রান করেছিলেন মুশফিক। তামিম ছিলেন ৩ বলে ২ রানে অপরাজিত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের সেই বীরত্বের স্মৃতিচারণ করে মুশফিক লিখেছেন, ‘আমি সবসময় দুবাইয়ে আমাদের জুটির কথা মনে রাখবো। বিশেষ করে যখন তুমি একটি ভাঙা আঙুল দিয়ে ব্যাট করেছিলে। এটি দেশের প্রতি তোমার উত্সর্গ এবং খেলার প্রতি আবেগকে প্রকাশ করে।’

শেষে মুশফিক যোগ করেন, ‘শুভ অবসর, দোস্ত। তোমাকে মাঠে মিস করবো। ক্রিকেটের মাধ্যমে এমন একজন দুর্দান্ত বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’

তামিমকে নিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছো এবং বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছো। আমার মনে হয় এটাই ছিল শেষবারের মতো আমরা বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করেছি।
 
তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে অনেক স্মৃতি শেয়ার করেছি। আমি তোমার সুখী অবসর কামনা করি এবং তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আপনাকে সর্বদা মনে থাকবে।’

এআর

Wordbridge School
Link copied!