• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাদ পড়ে সেঞ্চুরি দিয়ে জবাব লিটনের, দ্বিতীয় তামিমের


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১২, ২০২৫, ০৮:১৪ পিএম
বাদ পড়ে সেঞ্চুরি দিয়ে জবাব লিটনের, দ্বিতীয় তামিমের

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসের অনবদ্য সেঞ্চুরি।

বিপিএলের চলতি আসরে এর আগে ঢাকা ক্যাপিটালের হয়ে শ্রীলংকান তারকা থিসেরা প্যারেরা (১০৩*, চিটাগং কিংসের হয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটার উসমান খান (১২৩) আর রংপুর রাইডার্সের হয়ে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস (১১৩) সেঞ্চুরি হাঁকান। 

রোববার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৮টি চার আর ৭টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। 

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম।

রোববার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ৬২ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তানজিদ। ৬২ বলে ৭টি ছক্কা আর ৬টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ।

এর আগে ২০২৩ সালের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন তরুণ এই তারকা ওপেনার। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

বিপিএলের চলমান ১১তম আসরের ১৮ তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন।  

এআর

Wordbridge School
Link copied!