• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে ঢাকার রানের পাহাড়


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১২, ২০২৫, ০৮:২৩ পিএম
দুই সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে ঢাকার রানের পাহাড়

ঢাকা: ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে। শুরুতে ব্যাট করতে নেমে লিটন ও তানজিদ হাসান তামিমের রেকর্ড জুটিতে ১ উইকেট হারিয়ে রাজশাহীর সামনে  ২৫৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ঢাকা।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা দেখেশুনেই করেন ঢাকার দুই ওপেনার। প্রথম চার ওভারে তারা নেন ২২ রান। আক্রমণের শুরুটা হয় পঞ্চম ওভার থেকে। সানজামুলের ওই ওভারের প্রথম চার বলই বাউন্ডারি হাঁকান তানজিদ, ওই ওভারে আসে ২১ রান।  

মেহরব হোসেনের করা পরের ওভারে ১৬ রান নেন লিটন দাস। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৯ রান আসে। ১০ ওভারে ঢাকার রান হয় ১১৫। এর মধ্যে দুজনেরই হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় তানজিদ ও লিটন দুজনেরই।  

১৬তম ওভারে শফিউল ইসলামের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। স্রেফ ৪৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। তখন তার জন্য অভিবাদন ও উচ্ছ্বাস প্রকাশ করেন তানজিদ। তিনিও পরে সেঞ্চুরি ছুয়েছেন।  

ইনিংসে শেষ ওভারের প্রথম বলে শফিউলকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ হয় তার। পরের বলেও তিনি ছক্কা হাঁকান। ইনিংস শেষের তিন বল বাকি থাকতেই শফিউলকে তুলে মারতে গিয়ে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিলে রেকর্ড জুটির অবসান ঘটে। ততক্ষণে ১১৮ বলে ২৪১ রানের জুটি গড়ে ফেলেছেন লিটন ও তানজিদ। 

বিপিএলে সর্বোচ্চ রানের জুটির আট বছর আগের রেকর্ড ভেঙে দেন তারা। ২০১৭ সালে দ্বিতীয় উইকেট জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ঢাকা ডাইনামাইসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ২০১ রানের জুটি গড়েন। সেটিই ছিল এতদিন সর্বোচ্চ। এবার তা ছাড়িয়ে গেলেন লিটন ও তানজিদ।  

লিটন শেষ পর্যন্ত ১০ চার ও ৯ ছক্কার ইনিংসে ৫৫ বরে ১২৫ রানে অপরাজিত থাকেন। ২ বলে সাব্বিরের ৭ রানের ইনিংসে যোগ করে ঢাকা পায় ২৫৪ রানের জুটি। বিপিএলে কোনো দলের এটিই সর্বোচ্চ সংগ্রহ। 

২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছিল রংপুর, সেটিই এতদিন ছিল সর্বোচ্চ। আর লিটন নিজে টি-টোয়েন্টির পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

এআর

Wordbridge School
Link copied!