• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামজার সঙ্গে তাবিথ আওয়ালের সাক্ষাৎ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৫, ০৪:০৫ পিএম
হামজার সঙ্গে তাবিথ আওয়ালের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে। তার অভিষেকের অপেক্ষায় পুরো বাংলাদেশ। 

গতকাল বুধবার হামজার সঙ্গে ইংল্যান্ডে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

সৌজন্য সাক্ষাতের পর কিং পাওয়ার স্টেডিয়ামে বুধবার রাতে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।  

ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

এআর

Wordbridge School
Link copied!