• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিপিএলের মাঝপথে আরো দুই বিদেশিকে নিল খুলনা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:২৪ পিএম
বিপিএলের মাঝপথে আরো দুই বিদেশিকে নিল খুলনা

ঢাকা: বিপিএলে অর্ধেকের বেশি ম্যাচ শেষ হয়েছে। এখন পর্যন্ত আসরে ২ জয় ও ৪ হারে পয়েন্ট টেবিলের পাঁচে আছে খুলনা টাইগার্স।

দলের শক্তি বৃদ্ধি করতে তাই টুর্নামেন্টের মাঝপথে দুই বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে তারা। খুলনার নেওয়া দুই বিদেশি হলেন- অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রোস এবং পাকিস্তানের আমের জামাল। এর মধ্যে রোস সবশেষ আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।  

বিপিএলে আসার আগে রোস ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নিয়ে। আর আমের জামাল পাকিস্তান জাতীয় দলে নিয়মিত খেলেন। অলরাউন্ডার হিসেবে তার সুনাম রয়েছে।

রোস ও জামাল দুজনেই এরইমধ্যে চট্টগ্রামে খুলনার সঙ্গে যোগ দিয়েছেন। দলে বিদেশি ক্রিকেটারের অভাব থাকায় তাদের নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

এআর

Wordbridge School
Link copied!