• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নবাগত নাইজেরিয়া


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২০, ২০২৫, ০৬:১৭ পিএম
বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নবাগত নাইজেরিয়া

ঢাকা: প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছে নাইজেরিয়া। নিউজিল্যান্ডকে হতবাক করে দিয়ে দুই রানে জয় তুলে নিয়েছে পশ্চিম এশিয়ার দেশটি। 

সোমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে।

শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উদেহর অবদানে ভর করে ৬ উইকেট খুঁইয়ে তোলে ৬৫ রান। 

জবাবে নিউজিল্যান্ড তাদের ওপেনার কেট আরউইনকে প্রথম বলেই হারায় রান আউটের কাটায়। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট খুঁইয়ে নিউজিল্যান্ড ১১তম ওভারের শেষে করে ৪৯ রান, হাতে উইকেট ছিল ৫টা।

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে চড়ে তোলে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে স্রেফ ৬ রানই তুলতে পারে কিউইরা। যার ফলে ২ রানের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় নাইজেরিয়া। 

আনিকা টড আর ওয়েকেলিন যথাক্রমে ১৯ আর ১৮ রান তুলেছিলেন। তবে তা নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট হয়নি। নাইজেরিয়াই তাতে হেসেছে শেষ হাসিটা। ঐতিহাসিক জয়ের পরে বাঁধনহীন উচ্ছ্বাসে ভেঙে পড়েন নাইজেরিয়ার ক্রিকেটাররা।

এআর

Wordbridge School
Link copied!