• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবির কাউন্সিলর হচ্ছেন ইশরাক


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২০, ২০২৫, ০৭:৩১ পিএম
বিসিবির কাউন্সিলর হচ্ছেন ইশরাক

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। 

গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। বর্তমানে ক্লাবটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাক।

এতদিন বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ছিলেন ক্লাবটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি তিনি এ দায়িত্ব থেকে নিজের পদত্যাগের আবেদন করেন তিনি। 

এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি পাঠানো হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কারো মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে কাউন্সিলর পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই সুযোগেই এ আবেদন করেছে ব্রাদার্স। 

চলতি মেয়াদেই এই প্রক্রিয়ায় মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল। এবার আমিন খানের বদলে ইশরাকের জন্য আবেদন করেছে ক্লাবটি।

ইশরাক হোসেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। বিএনপির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান তিনি। তবে বাবার মতো ফুটবলের পথে পা না বাড়িয়ে ক্রিকেটের দিকে ঝুঁকছেন ইশরাক।  

এআর

Wordbridge School
Link copied!