ঢাকা: বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে রাজশাহী দলে। এনামুল হক বিজয়ের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে তাকে। চিটাগাং কিংসের বিপক্ষে রাজশাহী হেরেছে ১১১ রানের বিশাল ব্যবধানে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর দল গঠন প্রক্রিয়া নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তাসকিন। তিনি বলেন, ‘আমি কোনো খেলোয়াড়কে ছোট করতে চাই না। তবে অন্যান্য দলের তুলনায় আমাদের দল কিছুটা দুর্বল। দেশি খেলোয়াড়দের মধ্যে ৩-৪ জন ভালো আছে। বিদেশিদের মধ্যে রায়ান বার্ল আর হারিস ছাড়া তেমন বড় নাম নেই। দল যারা গঠন করেছে, হয়তো শুরুতে ভুল করেছে। একই সময়ে ২-৩টি লিগ চলায় ভালো খেলোয়াড়দের পাওয়া যায়নি।’
তাসকিন জানান, দলের দুর্বলতা সত্ত্বেও সেরাটা দেয়ার চেষ্টা করছেন তারা। তার কথায়, ‘আমাদের দল তুলনামূলক দুর্বল। মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব আছে। তবে যারা আছেন, তারাও খারাপ খেলোয়াড় নন। এখন ৩ ম্যাচ বাকি আছে, এর মধ্যে ২ ম্যাচ জিতলে কিছুটা সম্ভাবনা আছে। প্রসেসে থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছি। তবে সত্যি বলতে, কিছু ম্যাচ খুব বাজেভাবে হেরেছি। আশা করি সামনে ভালো কিছু হবে।’
অধিনায়ক পরিবর্তনের বিষয়ে তাসকিন বলেন, ‘এটা ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে আমি অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, বাকি কয়টা ম্যাচ আমিই নেতৃত্ব দেব।’
নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। চিটাগাং কিংসের বিপক্ষে দুই উইকেট শিকার করা এই পেসার বলেন, ‘রকেট সায়েন্স কিছু না। প্রতিটা ম্যাচে পরিস্থিতি বুঝে পরিকল্পনা কাজে লাগাতে চাই। গত কয়েক বছর ধরে একই প্রক্রিয়ায় আছি-কীভাবে নিজেকে আরও উন্নত করা যায়। স্বপ্ন বড়, তবে প্রতিদিন নতুন করে শুরু করি। ভালো দিন বা খারাপ দিন, প্রতিটিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’
এআর