• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিরোধিতার মুখে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:২২ পিএম
বিরোধিতার মুখে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

ঢাকা: পরিবর্তনের হাওয়া বইছে পুরো দেশে। কমিটি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে। তবে সেই কমিটির দেওয়া ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব বিরোধিতার মুখে পড়ে। এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণা দেয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে এখনও শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় বসেছিল বিসিবি। যেখানে গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়েও আলোচনা হয়েছে। এ নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা ২৫। ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায়ে ১০, সাবেক ক্রিকেটার কোটা থেকে এক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন মিলে গঠিত হয় পরিচালনা পর্ষদ। গঠনতন্ত্র সংশোধনের প্রাথমিক খসড়ায় ঢাকার ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা ১২ থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে মাত্র ৩০ (প্রিমিয়ার ১২, প্রথম বিভাগ ৮, দ্বিতীয় বিভাগ ৬ ও তৃতীয় বিভাগ ৪) করা হয়।

মাহবুব আনাম বলেন, ‘প্রথমত একটা কথা বলি যে, উনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতির কাছে বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এমনকি এনএসসির কাছেও কিছু জমা দেওয়া হয়নি। এটাও আলাপে এসেছে, যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন, তার অনেক কিছুই সঠিক নয়। বিসিবি পরিচালকরা মনে করেছেন, প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া দরকার। কারণ গঠনতন্ত্র এমন একটা জিনিস, এখানে কোনো গোপনীয়তা নেই। এটা পাবলিক একটা তথ্য, পাবলিকই থাকবে। সেজন্যই আমরা প্রথমত মনে করেছি তাদের কার্যক্রম স্থগিত থাকা দরকার। এখানে যে আলাপ-আলোচনা আছে, সেগুলো থামানো দরকার।’

বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আপনারা জানেন, গঠনতন্ত্রের জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি ও টার্মস অব রেফারেন্স তৈরি করার পরই বাকি কার্যক্রম হবে। গঠনতন্ত্রে কী পরিবর্তন আনা প্রয়োজন এবং স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সেগুলো কীভাবে তারা করবেন বিষয়গুলো সেখানে থাকবে।’

বিসিবির গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রতিবেদন পরিচালনা পর্ষদের কাছে পেশ করার আগেই প্রকাশ্যে চলে আসে। কমিটি প্রতিবেদন পেশের পর বোর্ড সভায় অনুমোদন হলে এরপর বিশেষ সাধারণ সভায় কাউন্সিলদের অনুমোদন হলে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন হওয়ার কথা। অনেক ধাপ বাকি থাকলেও প্রক্রিয়ার শুরুতেই নিজেদের অধিকার হরণের আঁচ পাওয়ায় ঢাকার ক্লাব সংগঠকরা প্রতিবাদ জানিয়েছে।

কেবল তাই নয়, এসব প্রস্তাবনা এবং সংশোধন কমিটি থেকে নাজমুল আবেদীন ফাহিমকে সরিয়ে দেওয়ার দাবি তোলে প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা। গত ১৪ জানুয়ারি তারা মতবিনিময় সভা করে বিসিবিকে তিনদিনের আল্টিমেটাম দেন। সেটি পূরণ না হওয়ায় লিগ বয়কটের ঘোষণা দেয় ক্লাবগুলো। গত ২০ জানুয়ারি থেকে সিসিডিএমের অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল।

আইএ

Wordbridge School
Link copied!