• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অল্পতেই খতম লিটন-তামিমের ঢাকা


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ২৯, ২০২৫, ০৮:৩৬ পিএম
অল্পতেই খতম লিটন-তামিমের ঢাকা

ঢাকা: চলতি বিপিএলে বুধবার (২৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের স্পিনারদের ঘূর্ণি জাদুতে এদিন রীতিমত তাসের ঘরের মত ভেঙে পড়ে দলটি।   

এদিন সন্ধ্যায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা ঢাকার ওপেনার লিটন দাস ভালো শুরু পেলেও থেমেছেন অল্পতেই। ৮ বলে ১০ রান করে দলীয় ১৩ রানের মাথাতে বিদায় নেন লিটন। 

আর লিটনের বিদায়ের পরই যেন মড়ক লাগে ঢাকার ইনিংসে। একের পর এক ব্যাটার এসেছেন আর আউট হয়েছেন। একই ওভারে তিনে নামা রিয়াজ হাসানের উইকেট হারায় ঢাকা। কিছুক্ষণ টিকে থাকলেও ওপেনার তানজিদ হাসান তামিম আউট হন ১৪ বলে ৭ রান করে। 

যাতে পাওয়ার-প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তোলে ঢাকা ক্যাপিটালস। পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্যাটারদের আসা-যাওয়া। একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ঢাকা। কেউই খেলতে পারছিলেন না দায়িত্ব নিয়ে। তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে ঢাকার ইনিংস। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অল্পতেই অলআউটের ক্ষণ গুনতে থাকে ঢাকা।

তবে শেষ দিকে থিসারা পেরেরা এবং রনসফোর্ড বিটনের জুটিতে কিছু রান যোগ হয়। বিটন ১২ বলে ১০ রান করেন আর পেরেরা ১১ বলে ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। এতেই ১৫.৩ ওভারে ৭৩ রান তুলে অলআউট হয় ঢাকা। 

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী এবং তানভীর ইসলাম। ১টি উইকেট শিকার করেন জেমস ফুলার। 

আইএ

Wordbridge School
Link copied!