• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০২:৪৯ পিএম
১ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ঢাকা: মাত্র এক ঘণ্টাতেই চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে দুবাইয়ে বাংলাদেশ-ভারতসহ চার ম্যাচের সব টিকিট।

সর্বশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টেই মুহূর্তের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়া পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 

এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দেশের মাঠের লড়াই নিয়ে সব সময়ই আকাশচুম্বী আগ্রহ ছিল। এখন রাজনৈতিক দ্বন্দ্ব থাকায় আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে খুব কম মুখোমুখি হয়, ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন হয়তো তাই আরও বেড়েছে।

গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। এরপরই টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের। ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসে এক সমর্থক বলেছেন এভাবে, ‘লাইন যে লম্বা হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যে গতিতে টিকিট শেষ হয়ে গেল, সেটা অবাক করার মতো। যখনই লাইনে নিজের জায়গাটা পাকাপোক্ত করলাম, তখন দেখি মাত্র দুই ধরনের টিকিট বাকি আছে, যা আমার বাজেটের বাইরে।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনলাইনেও টিকিটের একই দশা। অনলাইনে এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো ধরনের টিকিট পাচ্ছেন না সমর্থকেরা। আইসিসির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ ও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ। ভারত পাকিস্তানের ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি।

এ ছাড়া দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ। দুবাইয়ে ম্যাচ হবে সব মিলিয়ে চারটি। তবে ভারত ফাইনালে উঠলে পাঁচটি। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। মূলত এই টুর্নামেন্টের আয়োজকও পাকিস্তান। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে।

এআর

Wordbridge School
Link copied!