• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

আমি সর্বকালের সেরা: রোনালদো


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:১৫ পিএম
আমি সর্বকালের সেরা: রোনালদো

ঢাকা: একদিন বাদে ৪০-এ পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগে স্প্যানিশ সংবাদ মাধ্যমে অনেক কথা বলেছেন পর্তুগীজ মহাতারকা।  রোনালদো বলেছেন, তিনিই সর্বকালের সেরা।

রোনালদোর কাছে প্রশ্ন ছিল সর্বকালের সেরা খেলোয়াড় কে? বলেছেন, ‘যদি আমি ৯২০-৯২৫ গোলে ক্যারিয়ার শেষ করি, এটা কোনো ব্যাপার না। আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়। যদি আমি এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাই, সেটা অনেক ভালো। যদি না হয় সেটাও ঠিক আছে। সংখ্যা মিথ্যা বলে না।’

‘আমি সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ খেলোয়াড়। ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নন এটা বলা মিথ্যা। আপনি বলতে পারেন পেলে, মেসি, ম্যারাডোনার কথা, আমি তাদের সম্মান করি। কিন্তু আমিই সর্বকালের সেরা খেলোয়াড়, এটা বিশ্বাস করি। আমি দ্রুততর, শক্তিশালী, আমার মাথা দিয়ে গোল করি। এসব বিষয়ে কেউ আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না।’

রোনালদো পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০১৬ সালে ইউরো জিতেছেন। মোট সাতবার লিগ শিরোপা জয়ের সাথে সাথে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। জাতীয় দলের হয়ে ২৩৫ ম্যাচে ১৩৫ গোল করেছেন।

এআর

Wordbridge School
Link copied!