• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিম


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৪২ পিএম
লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিম

ঢাকা: বিপিএলের গত আসরের শিরোপা জেতা ফরচুন বরিশালের সমর্থকদের প্রাণের দাবি ছিল, ট্রফিটা তারা লঞ্চে করেই বরিশাল নিয়ে যেতে চান। কিন্তু সেই পরিকল্পনা পরে বাস্তবায়ন হয়নি। 

আবারও এই সুযোগ এসেছে বরিশালের সামনে। আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা জিতলে সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদানটা দিতে চান তামিম ইকবালরা।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপপর্ব হোক বা কোয়ালিফায়িং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান।’

তামিমের আশা, যদি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে লঞ্চে করে সোজা বরিশাল চলে যাবেন।

তামিমের কথা, অবশ্যই চেষ্টা থাকবে এবার যদি চ্যাম্পিয়ন হতে পারি; ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আমার মনে হয় (এর আগে) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।
  
এআর

Wordbridge School
Link copied!