ঢাকা: দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠে দারুণ ব্যাটিং উপহার দিল চিটাগং। বিপিএল ইতিহাসে রেকর্ডগড়া উদ্বোধনী জুটি গড়েছেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। দুজনের ফিফটিতে ভর করে চিটাগাং ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে।
মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে টানা ম্যাচ হওয়ায় ফাইনালের পিচ কেমন থাকে সেই আলোচনা উঠেছিল। শঙ্কা উড়িয়ে আজ (শুক্রবার) টুর্নামেন্টের মহারণী ম্যাচে স্পোর্টিং উইকেটরই দেখা মিলেছে।
যেখানে ব্যাট হাতে চিটাগংকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। যদিও তাদের চূড়ান্ত পুঁজিটা আরও বড় হতে পারত। শেষদিকে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগং থেমেছে বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ১৯৪ রানে।
উদ্বোধনী জুটি গড়তে গিয়ে ৩০ বলে ফিফটির দেখা পান ইমন। আর নাফের লাগে ৩৭ বল। ৭৬ বলে ১২১ রানের এই দারুণ জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন নাফে।
তিনে নেমে ইমনকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। লড়াই চালাতে থাকেন তিনিও। গড়েন ৪০ বলে ৭০ রানের জুটি। কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে আর এগোতে পারেননি। ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন চিটাগংয়ের এই ব্যাটার। একই ওভারে ২ রান করে ফেরেন শামিম হোসাইন। তবে থেকে যান ইমন। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি।
এআর