• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারীদের কোচ হিসেবে দেশীয় একজনকে নিচ্ছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:৫৫ এএম
নারীদের কোচ হিসেবে দেশীয় একজনকে নিচ্ছে বাংলাদেশ

ঢাকা:  অভিজ্ঞ কোচ সরোয়ার ইমরান দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী দলের। তিনি সাবেক প্রধান কোচ হাসান তিলকরত্নের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি চলতি মাসের শুরুর দিকে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব ছেড়ে দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। তিনি জানান, অভিজ্ঞ এই কোচ আগামী আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের দায়িত্ব নিতে চলেছেন। 

তিনি বলেন, ‘তিনি দলে যোগ দিতে যাচ্ছেন। এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে তিনি অন্তত বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত দায়িত্বে থাকবেন। বাছাইপর্বের আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা নেই।’

ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

তিনি সোমবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নারী ব্যাটারদের নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে। সেই সময় বিসিবি পরিচালক ও নারী উইং চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন। এ মাসের শুরুর দিকে তিলকরত্নে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর বিসিবিকে পদত্যাগপত্র জমা দেন। তিনি ২০২২ সালের অক্টোবর থেকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে হারে। বিশেষ করে ৫০ ওভারের সিরিজ জিততে ব্যর্থ হওয়ায় দলটি সরাসরি আইসিসি নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। 

এআর

Wordbridge School
Link copied!