ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। অন্যদিকে, জাতীয় দলের আশেপাশে যারা রয়েছেন সেই সব ক্রিকেটারও শের-ই-বাংলায় নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এর মাঝে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি ভবনে জাতীয় দলের সাবেক সব অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন সভাপতি ফারুক আহমেদ।
হাবিবুল বাশার জানালেন, ‘বিপিএল, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টসহ জাতীয় দলের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জাতীয় দলের অধিনায়কদের চিন্তাভাবনা কী, কীভাবে দেশের ক্রিকেটের উন্নতি করা যায়, কোন কোন জায়গায় ঘাটতি আছে; সেসব নিয়ে আলোচনা হয়েছে। এককথায় বলা যায়, চা-চক্রের ফাঁকে ক্যাপ্টেনস থটগুলো জানতে চেয়েছেন বিসিবি সভাপতি।’
বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক আর লিটন দাস।
সাকিব আল হাসান দেশে নেই। মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটাই অনুমেয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তারা আমন্ত্রণ পাননি। সাকিব-মাশরাফি-দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন।
সাবেক অধিনায়ক রকিবুল হাসান পারিবারিক কারণে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শফিকুল হক হীরাও ঢাকার বাইরে। তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট উপস্থিত থাকতে পারেননি। কী কারণে, তা জানা যায়নি।
মিটিংয়ে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক আর লিটন দাস।
হাবিবুল বাশার জানালেন, ‘সাবেক অধিনায়কদের মতামত নেওয়া হয়েছে। লিটন-মুমিনুলের মতো এই প্রজন্মের দুই অধিনায়কের ভাবনাও শোনা হয়েছে। তারা এই সময়ের ক্রিকেট সম্পর্কে ভালো বলতে পারবেন, তাদের ভাবনা শেয়ার করেছেন। সবমিলিয়ে দারুণ আলোচনা হয়েছে।’
এআর