• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:০৫ পিএম
বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 

তার আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা।

আজকের সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সব প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।'

সবশেষ বিপিএলে টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন, 'রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।'

এআর

Wordbridge School
Link copied!