• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৩:২৮ পিএম
টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে তৃতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। করাচি স্টেডিয়ামে এই লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে প্রোটিয়ারা।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ে সবশেষ ৫ ওয়ানডেতে প্রায় সমানে সমান। 

দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান।

দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩টি, আফগানিস্তানের জয় ২টি। সবশেষ ৩ ম্যাচ হিসেব করলে আবার আফগানরা এগিয়ে, দুটিতেই জিতেছে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইন মুলডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

এআর

Wordbridge School
Link copied!