• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত, চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন বিতর্ক


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:২৬ পিএম
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত, চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন বিতর্ক

ঢাকা : শুরুর পরও বিতর্ক-বিসংবাদ পিছু ছাড়ছে না চ্যাম্পিয়নস ট্রফির। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে পাকিস্তানের লোগো ‘মুছে ফেলা’ নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। কীভাবে এমন হলো সেটি সুরাহা হওয়ার আগেই আজ লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হলো বিব্রতকর এক পরিস্থিতি দিয়ে। ভুলে ভারতের জাতীয় সংগীত বাজিয়েই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে গাদ্দাফি স্টেডিয়ামের সংশ্লিষ্টরা।

ইংল্যান্ডের খেলোয়াড়েরা যখন জাতীয় সংগীত গাইতে লাইন ধরেন তখনই এই ঘটনা ঘটে। লাউড স্পিকারে হঠাৎ করে ভারতের জাতীয় সংগীত জন গণ মন অধিনায়ক বেজে ওঠে। ভুল বুজতে অবশ্য বেশি দেরি হয়নি। ভারতের জাতীয় সংগীত বন্ধ করে ইংল্যান্ডের সংগীত বাজানো হয়। তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে গেছে ঝড়। অব্যবস্থাপনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা কম হচ্ছে না।

বিব্রতকর সেই পরিস্থিতি অবশ্য ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামা দলটি দারুণ শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলেছে দলটি। বেন ডাকেট ৯২ রানে ও জো রুট ৬৮ রানে অপরাজিত ছিলেন।

৪৩ রানের মধ্যে ওপেনার ফিল সল্ট (১০) ও তিনে নামা জেমি স্মিথকে (১৫) হারানোর পর ১৫৭ রানের জুটি গড়েছেন রুট-ডাকেট।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপের অন্য দুটি দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এমটিআই

Wordbridge School
Link copied!