ঢাকা : দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর কোনো সম্ভাবনাই দেখছেন না পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। নিউজিল্যান্ডের কাছে পরাজয় দিয়ে পাকিস্তান আসর শুরু করেছে। এর আগে হেরেছে ত্রিদেশীয় সিরিজে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করা ভারত এখন উজ্জীবিত।
কানেরিয়া বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের পর ঘরের মাঠে ইংল্যান্ডকে সাদা বলের সিরিজে হারিয়েছে ভারত। রোহিত, কোহলি রানে ফিরেছেন। মোহাম্মদ শামিও দলে ফিরে ভালো করছে। বাংলাদেশের বিপক্ষে সে পাঁচ উইকেট নিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। ভারতের দুর্দান্ত সব স্পিনার আছে। বাবর এমনিতেই বাঁহাতি স্পিনারদের খেলতে পারে না, সে জাদেজা-অক্ষরকে কীভাবে সামলাবে?’
বাবর আজমের সমালোচনা করে কানেরিয়া বলেছেন, ‘আমি খেয়াল করেছি যে, বাবর যখন দেখে দল হেরে যাচ্ছে, তখন সে ব্যক্তিগত রান করার চেষ্টা করে। (নিউজিল্যান্ডের বিপক্ষে) খুশদিল চেষ্টা করেছিল। আমরা হেরে গেলেও তার ইনিংসটা ব্যবধান কমিয়েছে। বাবর তার ইনিংসের পক্ষে কোনো যুক্তি দিতে পারবে না। ২৩ তারিখের ম্যাচটি অনেক বড়, কিন্তু পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা নেই।’
বাংলাদেশ-ভারত ম্যাচেই দেখা গেছে যে, দুবাইয়ের উইকেটে স্পিন ধরছে। এদিকে পাকিস্তানের স্কোয়াডে মাত্র একজন স্পিনার! বিষয়টি তুলে ধরে কানেরিয়া বলেন, ‘আপনার ইচ্ছাশক্তি না থাকলে ভারতকে হারানো সম্ভব নয়। দুবাইয়ের উইকেট শুষ্ক থাকে। বুমরা না থাকলেও ভারতের দুর্দান্ত বোলিং লাইনআপের বিপক্ষে খেলা খুবই কঠিন কাজ। তাদের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ আছে, প্রথম ম্যাচে শুবমান গিল সেঞ্চুরিও করেছে।’
এমটিআই







































