ঢাকা : চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে শুরু হবে এই ম্যাচ। পাকিস্তানের জন্য এটা বাঁচা-মরার লড়াই হলেও ভারত নির্ভার হয়েই নামবে। কারণ, বাংলাদেশকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে। আর পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এমন অবস্থায় কেমন হবে দুই দলের একাদশ?
ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। রোহিত-কোহলি ফর্মে না থাকলেও বাদ পড়ার আশঙ্কা নেই। দলীয় কম্বিনেশনের জন্য সামান্য বদল আসতে পারে। সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণে। দুবাইয়ের উইকেট বিবেচনায় স্পিন শক্তি আরও বাড়াতে পারে ভারত। এমনটা হলে একাদশে আসতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা বেশ কম।
অন্যদিকে পাকিস্তান দলের অবস্থা করুণ। চোটের কারণে ছিটকে গেছেন মারকুটে ওপেনার ফখর জামান। তার জায়গায় ইমাম উল হকের খেলার সম্ভাবনা আছে। অন্যদিকে ব্যর্থতার বৃত্তে বন্দি বাবর আজমকে গতকাল পাকিস্তানের অনুশীলনে দেখা যায়নি। এটা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও জল্পনা ছড়িয়েছে। গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চারে রিজওয়ান ও পাঁচে খেলবেন সালমান আগা।
পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তার জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। পেস আক্রমণে যথারীতি থাকবেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ। স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। তাই দুবাইয়ের উইকেটের সুবিধা নিতে চাইলেও বাড়তি স্পিনার খেলাতে পারবে না পাকিস্তান। আজ হারলেই পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
এমটিআই







































