• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিব না থাকায় বাংলাদেশ দুর্বল? 


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৪৮ পিএম
সাকিব না থাকায় বাংলাদেশ দুর্বল? 

ঢাকা : সুদীর্ঘ ক্যারিয়ারে সাকিব আল হাসানের তেজ টের পেয়েছে সব প্রতিপক্ষই। তবে নানা সময়ে তার আগুনে সবচেয়ে বেশি পুড়েছে সম্ভবত নিউ জিল্যান্ড। এবার যখন বাংলাদেশের মুখোমুখি হচ্ছে কিউইরা, সাকিবকে সামলানোর ঝক্কি তাদের নেই। সেই স্বস্তির রেশ আছে মিচেল স্যান্টনারের কণ্ঠে। তবে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনদের প্রতি সমীহও আছে নিউ জিল্যান্ড অধিনায়কের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার না থেকেও যেন আছেন সাকিব। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে ঘুরেফিরে আসছে তার নাম। নিউ জিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে তো তার প্রসঙ্গ আরও অবধারিত। বরাবরই কিউইদের বিপক্ষে তার পারফরম্যান্স দারুণ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অসাধারণ সেঞ্চুরি ও মাহমুদউল্লাহর সঙ্গে রেকর্ড জুটি বাংলাদেশকে সেমি-ফাইনালের দিকে এগিয়ে নিয়েছিল এবং বিদায় করে দিয়েছিল কিউইদের।

সেই দুই দল এবার রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে সোমবার। জিতলে সেমির দিকে এগিয়ে যাবে নিউ জিল্যান্ড, বাংলাদেশ পৌঁছে যাবে বিদায়ের কিনারায়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যান্টনারকে প্রশ্ন করা হলো, সাকিববিহীন বাংলাদেশকে আগের চেয়ে কিছুটা দুর্বল মনে হচ্ছে কি না। নিউ জিল্যান্ড অধিনায়কের কথায় ফুটে উঠল সাকিব ও বাংলাদেশ দলের প্রতি সম্মান।

লম্বা সময় ধরেই আমরা দেখেছি, সাকিব কতটা ভালো। সে প্রমাণ করেছে, সব কন্ডিশনে পারফর্ম করতে পারে। তবে তাদের রিশাদ উঠে এসেছে, যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদি (মিরাজ) ভালো করছে। মাহমুদউল্লাহ যদি খেলে, সেও কিছু ভালো কিছু ওভার করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়, ওদের ভারসাম্য এই মুহূর্তে ভালো।

তাদের এমন কিছু ক্রিকেটার আছে, ব্যাট হাতেও যারা আগ্রাসী হতে পারে। গত ম্যাচে হৃদয় দারুণ এক ইনিংস খেলেছে এবং জাকের আলি দলে এসে এর মধ্যেই অনেক ভালো কিছু করেছে। কাজেই এই দলকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছি না আমরা। আমরা জানি, এই ধরনের বড় টুর্নামেন্টে সবসময়ই সজাগ থাকতে হবে। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। আশা করি, সেটি আমরা হব না।

আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড, ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এমটিআই

Wordbridge School
Link copied!