• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪০ পিএম
ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

ঢাকা:  গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

এ সময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।

মামলার বিষয়ে বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, ‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। 

গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি ২০ লাখ টাকা নিতে এসেছি।’

এ সময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘এই মুহূর্তে ২০ লাখ টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন।’

এআর

Wordbridge School
Link copied!