ঢাকা : দুই বছর পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার। দরিভাল জুনিয়রের ঘোষিত ৫২ জনের প্রাথমিক তালিকায় নাম থাকায় ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলার সম্ভাবনা জেগেছে। আর তা হলে সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির সংগে দেখা হবে তার।
২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। উরুগুয়ের নিকোলাস ডি লা ক্রুজের সঙ্গে বলের জন্য প্রতিযোগিতার সময় তার বাঁ হাঁটুর অ্যাঙ্কেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যায়। দীর্ঘ পুনর্বাসনের পর আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। সেখানে ভালোই খেলছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করা নেইমার ব্রাজিলের অন্যতম সফল খেলোয়াড়দের একজন। ২০১৩ কনফেডারেশনস কাপ, ২০১৬ অলিম্পিক স্বর্ণপদক এবং ২০২১ কোপা আমেরিকা জয়ের সাফল্য আছে তার ঝুলিতে।
দরিভাল যে ৫২ জনের দল ঘোষণা করেছেন, এই খেলোয়াড় দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করতে চান। এই দলে সৌদি লিগে খেলা দুজন খেলোয়াড়কে নিয়েছেন কোচ। আল নাসরের গোলরক্ষণক বেন্টো, আল আহলির ফরোয়ার্ড গালেন।
২০ মার্চ কলোম্বিয়ার সংগে ম্যাচ দিয়ে থেমে থাকা বিশ্বকাপ বাছাইপর্ব আবার শুরু করবে ব্রাজিল। পয়েন্ট তালিকায় ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। ৫ জয়, ৩ ড্র এবং ৪ পরাজয় থেকে দলটির সংগ্রহ ১৮ পয়েন্ট।
এমটিআই







































